ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইট ভাটায় কয়লার বদলে কাঠ, জরিমানা 

গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ১০ ফেব্রুয়ারি ২০২৩  
ইট ভাটায় কয়লার বদলে কাঠ, জরিমানা 

গাইবান্ধার পলাশবাড়ীতে অনুমোদনহীন একটি ইট ভাটায় অভিযান চালিয়েছে উপজেলা ভূমি অফিস। এসময় কয়লার বদলে কাঠ পোড়ানোর দায়ে ওই ভাটার মালিককে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদাড়ি গ্রামে শামীম মিয়ার মালিকানাধীন এলএমবি ইট ভাটায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফয়েজ। 

আরো পড়ুন:

অভিযান চলাকালে রংপুর পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট হাসান ই মোবারক উপস্থিত ছিলেন।

এসএম ফয়েজ বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইট ভাটাটি পরিচালিত হয়ে আসছিল। এছাড়া এখানে কয়লার বদলে কাঠ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ ছিল। আভিযান চালিয়ে ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয় ইট ভাটাটি থেকে।

এর আগে, গত ২৬ জানুয়ারি উপজেলার বরিশাল ইউনিয়নের নারায়নপুর গ্রামের এমএসএ ও সাবদিন ভগবতীপুর গ্রামের এসএসবি ইটভাটায় অভিযান চালানো হয়। সেসময় ১১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

সুদীপ্ত/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়