ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো জেলা ইজতেমা 

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৯, ১১ ফেব্রুয়ারি ২০২৩  
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো জেলা ইজতেমা 

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে পিরোজপুরে জেলা ইজতেমা। শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গমাতা সেতুর কুমিরমারা প্রান্তে এ ইজতেমায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আশ্রাফ আলী।  

দোয়া ও মোনাজাতে প্রাণিসম্পদ মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিমসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর প্রধান রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। এসময় দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। 

সরেজমিনে দেখা যায়, আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকে ইজতেমা প্রাঙ্গনে আসতে শুরু করেন মুসল্লিরা। পিরোজপুর জেলা, উপজেলা ও পার্শ্ববর্তী জেলা থেকে বয়ান শুনতে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে ছিল প্রশাসন। 

প্রসঙ্গত, ভারতী থেকে আসা জামাতের আম বয়ানের মধ্য দিয়ে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে পিরোজপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কুমিরমারা প্রান্তে শুরু হয়েছিল তিন দিনব্যাপী ইজতেমা। এ ইজতেমা সফল করতে  মিয়ানমার, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কা থেকেও  জামাত অংশ নেয়। 

জামাত নিয়ে আসা আমির হোসেন মাঝি বলেন, আমরা ঢাকার টঙ্গীতে বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে পারিনি। তাই জেলা ইজতেমায় সবাই মিলে অংশগ্রহণ করছি। দুনিয়ার  শান্তি ও আখিরাতে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেছি আমরা। 

তাওহিদুল/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়