ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ নারীর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৬:৩৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ নারীর মৃত্যু 

নারায়ণগঞ্জের ফতুল্লায় রান্নাঘরের গ্যাসের আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে। সুখী আক্তার নামের ২৫ বছর বয়সী ওই নারী ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। 

সোমবার (ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে তার মৃত্যু হয় বলে হাসপাতালের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেনের 
বরাত দিয়ে জানান নিহতের দেবর মো. রাসেল।

সুখী ছাড়াও ওই ঘটনায় দগ্ধ হন তার স্বীমা মো. আল-আমিন (৩০), মোছা. আলেয়া বেগম (৬৫), তার ছেলে জামাল উদ্দিন (৪৫) ও রাজমিস্ত্রি রফিক (৩৫)। 

দগ্ধ আল-আমিনের চাচাতো ভাই মো. রাসেল বলেন, আল-আমিন ও তার স্ত্রী সুখী আক্তার পোশাক শ্রমিক। দুপুরে বাসায় এসে রান্না করার সময় চুলায় আগুন জ্বালান সুখী। এসময় পুরো বাসায় আগুন ধরে যায়। এতে স্বামী-স্ত্রীসহ আশপাশের আরও তিনজন দগ্ধ হন। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ভোরে সুখী আক্তার মারা যান।

হাসপাতালের চিকিৎসক ডা. এসএম আইউব হোসেনের বরাত দিয়ে রাসেল আরও জানান, আল-আমিনের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এছাড়া রফিকের শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে। বাকি দুজন আলেয়া ও জামাল জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

রাকিব/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়