ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘সরকার জনগণকে বিপদের মুখে ঠেলে দিয়েছে’

ফরিদপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ১ মার্চ ২০২৩  
‘সরকার জনগণকে বিপদের মুখে ঠেলে দিয়েছে’

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘বর্তমান সরকার সাধারণ মানুষের কথা ভাবে না। তাই তারা স্বেচ্ছাচারী আচরণের মাধ্যমে জনগণকে বিপদের মুখে ঠেলে দিয়ে নিজেরা টাকার পাহাড় গড়েছে। চাল, ডাল, তেল, বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপণ্যের দাম যেভাবে বাড়িয়েছে তারা তাতে সবকিছুই জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। চুরি, লুটপাট, অনিয়ম ও অব্যবস্থাপনা আড়াল করতেই দাম বৃদ্ধির এ মরণ ফাঁদ তৈরী করছে সরকার।’

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় কর্মী সভায় তিনি এসব কথা বলেন। নগরকান্দা উপজেলার লস্করদিয়ার ওবায়েদ চত্বরে এ কর্মী সভার আয়োজন করে সালথা উপজেলা বিএনপি।

শামা ওবায়েদ বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করা হয়েছিল। ২০২৩ সালে আরেকটি যুদ্ধ করতে হবে দেশের মানুষকে বাচাঁতে। নগরকান্দা ও সালথার জিয়ার আদর্শের সৈনিকরা জেগে উঠেছে। এখান থেকেই শুরু হবে সরকারের পতনের বৃহত্তর আন্দোলন। এই সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। তবেই দেশে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা হবে।’

সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাবীবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিএনপি নেতা ও সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর প্রমুখ।

নিরব/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়