ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁদা দাবি করায় ছাত্রলীগ নেতাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ৮ মার্চ ২০২৩   আপডেট: ১২:৪৭, ৮ মার্চ ২০২৩
চাঁদা দাবি করায় ছাত্রলীগ নেতাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

রানা মণ্ডল

বিদ্যালয়ের সাংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে চাঁদা দাবি, হামলা ও ভাঙচুরের ঘটনায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মণ্ডলকে প্রধান আসামি করে ১২ জনের নামে থানায় মামলা হয়েছে। 

মঙ্গলবার (৭মার্চ) রাতে উপজেলার ধামাইচহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল বাদী হয়ে মামলাটি করেন। 

আরো পড়ুন:

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল এতথ্য জানান। 

ওসি শহিদুল ইসলাম বলেন, গতকাল রাতে থানায় মামলা রেকর্ড হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মামলা সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে তাড়াশ উপজেলার ধামাইচহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেসময় তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মণ্ডলের নেতৃত্বে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আনিস মণ্ডল ও জিহাদ মণ্ডলসহ ১০-১৫ জন ব্যক্তি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামালের কাছে দুই লাখ টাকা চাদাঁ দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ছাত্রলীগ নেতা রানা মণ্ডলের নির্দেশে তার সঙ্গে থাকা লোকজন হামলা চালিয়ে চেয়ার, আসবাবপত্র ও মঞ্চ ভাঙচুর করে। ফলে সাংস্কৃতিক অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। 

তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মণ্ডল অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম না। 

অদিত্য/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়