ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘দেশের অর্থনীতি শ্রীলঙ্কার মতো বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে’

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৩, ১১ মার্চ ২০২৩  
‘দেশের অর্থনীতি শ্রীলঙ্কার মতো বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে’

বক্তব্য রাখছেন জিএম কাদের

বাংলাদেশের অর্থনীতি এখন শ্রীলঙ্কার মতো বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি। 

জি এম কাদের বলেন, ‘বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ বলছে, তারা বাংলাদেশের হিসাব-নিকাশ বিশ্বাস করে না। এদিকে প্রতিদিন জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, অথচ সরকারের খবর নেই। দেশ এখন দেউলিয়া হয়ে গেছে।’   

শনিবার (১১ মার্চ) দুপুরে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলার জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়। সেখানে তিনি এ সব কথা বলেন।

সম্মেলনে জি এম কাদের বলেন, ‘আজ দেশে সত্য কথা বলা যায় না। অনেকে গণতন্ত্রের কথা বলেন, অথচ দেশে আজ গণতন্ত্র নেই। বাংলাদেশকে এখন গণতান্ত্রিক দেশে বলা যাবে না। কারণ দেশে এখন স্বৈরাশাসন চলছে।’

সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এয়ার আহমেদ সেলিমের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু এমপি।

সম্মেলনে মুজিবুল হক চুন্নু বলেন, ‘দেশে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, মানুষ কিছু দিন পর না খেয়ে মরবে। জাতীয় পার্টি যদি ক্ষমতায় আসতে পারে, তাহলে কুমিল্লা নামে বিভাগ ঘোষণা করা হবে।’  

তিনি আরও বলেন, ‘গত ৩২ বছর দুটি দল জালিম সরকার, এ দেশ শেষ করে দিয়েছে। আমরা চার বার আওয়ামী লীগের সহযোগিতা করছি। অথচ মানুষ আমাদের দালাল বলে ডাকে।’ 

মুজিবুল হক চুন্নু বলেন, ‘কাদের ও ফখরুল বলেন খেলা হবে, কিসের খেলা? আপনারা দুর্নীতি, গণতন্ত্র নিয়ে খেলেছেন; এসব খেলা এ দেশের জনগণ আর চায় না। জনগণ শান্তি চায়। মানুষ বিএনপি, আওয়ামী ক্ষমতা আসুক আর চায় না, মানুষ মুক্তি চায়।’ 

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য এস. এম ফয়সাল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আক্তার এমপি, আলমগীর শিকদার লোটন, জহিরুল ইসলাম জহির, রওশন আরা মান্নান এমপি, ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

সম্মেলনে এয়ার আহমেদ সেলিম কে সভাপতি ও ওবায়দুল কবির মোহন কে সাধারণ সম্পাদক করে কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়। 
 

রুবেল/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়