ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্ত্রীকে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড 

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ১২ মার্চ ২০২৩   আপডেট: ১২:৫৯, ১২ মার্চ ২০২৩
স্ত্রীকে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড 

নওগাঁ সদর উপজেলার আতিথা সাকিন এলাকায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১২ মার্চ) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো.ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন। 

সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম ফরিদুল রেজা ফরিদ (৫২)। তিনি সদর উপজেলার আতিথা সাকিন গ্রামের বাসিন্দা। 

আরো পড়ুন:

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৫ এপ্রিল রাত ৩টার দিকে ফরিদুল রেজা তার স্ত্রী শামীমা আক্তারকে মেয়ে দীপার সামনে গলা কেটে হত্যা করেন। এ ঘটনায় শামীমার ভাই কাঞ্চন হাওলাদার বাদী হয়ে নওগাঁ সদর থানায় ফরিদুল রেজাকে আসামি করে হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানির পর আজ দুপুরে মামলার রায় ঘোষণা করেন।

আসামিপক্ষের আইনজীবী অমরেন্দ্রনাথ ঘোষ বলেন, আমরা এই রায়ে সন্তুষ্ট নই। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালত আপিল করবো।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল্লাহেল বাকী রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। 

সাজু/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়