ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৪ জুয়াড়ি গ্রেপ্তার

গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ১৩ মার্চ ২০২৩  
৪ জুয়াড়ি গ্রেপ্তার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার একটি বাঁশঝাড়ের ভেতর লুকিয়ে জুয়া খেলার সময় চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার সোনারায় ইউনিয়নের ফতেখাঁ গ্রাম তাদের আটক করা হয়।

সোমবার (১৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান।

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃতরা হলেন- ফতেখাঁ গ্রামের আবুল কাশেমের ছেলে রমজান আলী (৩০), আমজাদ হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২৪), মহির উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৭) ও ইসমাইল হোসেনের ছেলে বাদশা মিয়া (২৫)। 

পুলিশ জানায়, ফতেখাঁ গ্রামের জনৈক ধলু মিয়ার বাড়ির পেছনে বাঁশঝাড়ের ভেতর জুয়া খেলা হচ্ছে বলে খবর আসে। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।

ওসি আজমিরুজ্জামান বলেন, গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
 

সুদীপ্ত/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়