ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তিন পেঁয়াজের গুদামে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ২০ মার্চ ২০২৩   আপডেট: ১১:৪৩, ২০ মার্চ ২০২৩
তিন পেঁয়াজের গুদামে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

রমজান মাসকে সামনে রেখে কৃত্রিম সঙ্কট এড়াতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের তিনটি পেঁয়াজের গুদামে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় গুদামগুলোকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সেখানে মজুত পেঁয়াজ, রসুনসহ সব প্রকার পণ্য রমজানের আগেই বাজারে বিপণনের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৯ মার্চ) গুদামগুলোতে অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল
আমিন। 

আরো পড়ুন:

অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন- ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, র‌্যাব-৬ এর সাতক্ষীরার কোম্পানি কমান্ডার মেজর গালিব, ভোমরা বিজিবি ক্যাম্প কমান্ডার শামীম হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল আমিন বলেন, গোডাউনে পেঁয়াজ মজুত রেখে রমজান মাসে কৃত্রিম সঙ্কট সৃষ্টির একটি চেষ্টা চলছে বলে খবর আসে। সেই কারণে ভোমরা স্থল বন্দরের বিভিন্ন গুদামে অভিযান চালানো হয়। প্রাথমিকভাবে সতর্কতা হিসেবে ব্যবসায়ীদের রমজানের আগেই মজুতকৃত পেঁয়াজ, রসুনসহ সব প্রকার পণ্য বাজারে বিপণনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে শুভ ট্রেডার্স এর মালিক বিকাশ মন্ডলকে ১০ হাজার টাকা, এস.আর এন্টারপ্রাইজের মালিক শাহিনুর রহমানকে ১৫ হাজার টাকা ও নুর এন্টারপ্রাইজের মালিক মিজানুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শাহীন/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়