ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৫ দাবি আদায়ে কৃষকদের বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ২০ মার্চ ২০২৩  
৫ দাবি আদায়ে কৃষকদের বিক্ষোভ

পাঁচ দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক সমিতি চাঁপাইনবাবগঞ্জে জেলা শাখা। 

সোমবার (২০ মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড মোড় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তব্য রাখেন-বাংলাদেশ কৃষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি হুমায়ন কবির, সাধারণ সম্পাদক মিলন কুমার পাল, অ্যাডভোকেট সাইদুর রহমান ও ইসরাইল হোসেন সেন্টু প্রমুখ। 

রাজশাহী ও রংপুর বিভাগের বরেন্দ্র অঞ্চলের কৃষি সেচের পানি বিতরণে অনিয়ম-হয়রানি ও দুর্ণীতি বন্ধ। বরেন্দ্র অঞ্চলের নদীসহ সারাদেশের নদী খাল জলাশয় অবৈধ দখলমুক্ত করা-পরিকল্পিত নদী খনন করে সেচ ব্যবস্থা চালু করা। উত্তর-রাজশাহী সেঁচ প্রকল্প চালু করা ভূ-উপরস্থি পানির ব্যবহার ও সংরক্ষন নিশ্চিত করা। বরেন্দ্র অঞ্চলের কৃষি-কৃষকসহ সাধারণের জীবন-জীবিকা নিশ্চিত করা এবং চাহিদামত নির্ধারিত দামে পর্যাপ্ত সার ও অন্যান্য কৃষি উপকরণ নিশ্চিত করার দাবি জানানো হয়। 

পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি দেন বাংলাদেশ কৃষক সমিতি চাঁপাইনবাবগঞ্জে জেলা শাখার নেতারা।

মেহেদী/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়