১৩ স্বর্ণের বার জব্দ, পাচারকারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম
যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গাজীপাড়া গ্রামের জব্বারের মোড় দিয়ে ভারতে পাচারের সময় ১৩টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। এসময় কামরুজ্জামান ওরফে কামরুল (৩৩) নামের এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩১ লাখ টাকা।
মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে স্বর্ণের বারসহ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।
বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে গোগা গ্রামের গাজীপাড়া এলাকায় এক ব্যক্তিকে গতিরোধ করে বিজিবি সদস্যরা। এ সময় তার শরীরে তল্লাশি চালিয়ে ১৩ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ হওয়া এসব স্বর্ণের ওজন ১ কেজি ৫৫৬ গ্রাম। এর বাজার মূল্য ১ কোটি ৩১ লাখ টাকা।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান বলেন, আটক কামরুলের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা করা হয়েছে। তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ স্বর্ণের চালান যশোরের ট্রেজারি শাখায় জমা করা হয়েছে।
রিটন/ মাসুদ