ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জনগণের রায়ে ক্ষমতায় আসতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী 

নীলফামারী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩০, ২১ মার্চ ২০২৩  
জনগণের রায়ে ক্ষমতায় আসতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী 

ক্ষমতার বদল করতে চাইলে জনগণের রায় নিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

আসাদুজ্জামান খান কামাল বলেন, সামনে নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনের সিডিউল ঘোষণা করবে। সেই নির্বাচনে বিএনপি আসবে কি-না, সেটা তাদের বিষয়। তবে রাজনৈতিক দল হিসেবে তাদের নির্বাচনে আসা উচিত। বিএনপি কী ধমক দিলো, তা এ দেশের মানুষ তোয়াক্কা করে না। বিএনপি ভয়ভীতি দেখিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করলে এ দেশের মানুষ বসে থাকবে না।  

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যূরাল উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মার্কিন পররাষ্ট্র দপ্তর গুমের বিষয়ে যে তথ্য দিয়েছে, তা আমাদের জানা নেই। মানুষ সচেতন হয়েছে বলে গুম কমে গেছে।’ 

উদ্বোধন শেষে নীলফামারী পুলিশ লাইনস মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী যোগ দেন। 

এ সময় নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত নারী সংসদ সদস্য রাবেয়া আলীম, রংপুর বিভাগের ডিআইজি (চলতি দায়িত্ব) মিজানুর রহমান, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। নীলফামারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সিথুন/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়