ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভেজাল মসলাসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ২২ মার্চ ২০২৩  
ভেজাল মসলাসহ গ্রেপ্তার ৪

ফেনীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল মসলাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামস্থ র‌্যাব-৭। 

বুধবার (২২ মার্চ) দুপুরে র‌্যাব-৭ এর মিডিয়া বিভাগ থেকে এই তথ্য জানানো হয়। 

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃতরা হলেন- টুটুল সাহা (৫৫), জোসনা আক্তার (৪৮), রহিমা বেগম (৪০), বিউটি খাতুন (৩৮)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানাধীন মেসার্স তন্ময় ট্রেডার্স এবং জনৈক জহির উদ্দিন ভূঁইয়ার মশলার মিলে অভিযান চালানো হয়। এসময় মিলের ভেতর ভেজাল মসলা মজুত অবস্থায় পাওয়া যায়। অভিযান চলাকালে কারখানা থেকে ৮ টি প্লাস্টিকের বস্তায় ৪৪০ কেজি ভেজাল রং মেশানো হলুদ-মরিচের গুড়া ও ৭ টি প্লাস্টিকের বস্তায় ১২০ কেজি রং জব্দ করা হয়। এই সময় ভেজাল মসলা তৈরির সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করা হয়েছে।

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়