ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝালকাঠিতে খালের আবর্জনা পরিষ্কার শুরু

ঝালকাঠি প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ২৯ মার্চ ২০২৩  
ঝালকাঠিতে খালের আবর্জনা পরিষ্কার শুরু

ঝালকাঠির বুক চিরে বয়ে যাওয়া খালগুলোর ময়লা আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। 

বুধবার (২৯ মার্চ) সকালে পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার খাল পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেন।

আরো পড়ুন:

খোঁজ নিয়ে জানা গেছে, পৌর শহরের থানার খাল, কামারপট্টি খাল, বালিকা বিদ্যালয় সংলগ্ন খাল ও রোনালসে সড়কের পেছনের খাল পরিষ্কারের কাজ পরিদর্শন করেছেন পৌর মেয়র। 

ঝালকাঠি পৌর কর্তৃপক্ষ জানায়, সুগন্ধা নদীর তীর ঘেঁষা ঝালকাঠি শহরে ছোট-বড় ১১টি খাল রয়েছে। এই খালগুলো ময়লা আবর্জনায় ভরে যাওয়ায় বিভিন্ন স্থানে দুর্গন্ধের সৃষ্টি হয়। বর্ষায় জলাবদ্ধা নিরসনে এবং দুর্গন্ধ থেকে শহরবাসীকে রক্ষা করার জন্য খালগুলো পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। 

ঝালকাঠি পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার  বলেন,‘ আমরা চাই ঝালকাঠি শহরের খালগুলো পরিষ্কার থাকুক। আর এজন্য যা যা করণীয় তা আমরা করবো। 

অলোক/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়