ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাগরে ভাসছে মৃত তিমি

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৫, ১৮ এপ্রিল ২০২৩   আপডেট: ১৬:০৬, ১৮ এপ্রিল ২০২৩
সাগরে ভাসছে মৃত তিমি

কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ির পয়েন্টে সাগরে বিশাল আকারের একটি মৃত তিমি ভাসতে দেখা গেছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে সমুদ্র সৈকতের মেরিন ড্রাইভ সংলগ্ন হিমছড়ি পয়েন্টে তিমিটি সাগরে ভাসতে দেখা যায়।

আরো পড়ুন:

কক্সবাজার পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ বলেন, মৃত তিমিটি পঁচে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। এটি কূলে ভেসে আসলে বিভিন্ন প্রক্রিয়া শেষে প্রাণীটিকে মাটিতে গর্ত করে পুঁতে ফেলার ব্যবস্থা করা হবে।

এদিকে উপকূলে তিমি ভেসে আসার খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ, বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের কর্মকর্তাসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে যান।

এর আগে ২০২১ সালের এপ্রিল মাসে কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি ও ইনানি পয়েন্টে দুটি মৃত তিমি ভেসে এসেছিল।

তারেকুর/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়