ঢাকা     বুধবার   ১১ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৭ ১৪৩১

গাসিক নির্বাচন: ১২ জন মেয়র ও ২৯০ জন কাউন্সিলর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৩, ২৮ এপ্রিল ২০২৩   আপডেট: ০৯:০০, ২৮ এপ্রিল ২০২৩
গাসিক নির্বাচন: ১২ জন মেয়র ও ২৯০ জন কাউন্সিলর মনোনয়ন জমা

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ১২ জন, কাউন্সিলর পদে ২৯০ জন, সংরক্ষিত মহিলা আসন পদে ৮২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ছিলো মনোনয়নপত্র জমার শেষ দিন। এই সিটি কর্পোরেশনের ভোট আগামি ২৫ মে।  

মেয়র পদে মনোনয়ন জমা দানকারীরা হলেন,  জাতীয় পার্টির গাজীপুর মহানগর শাখার সভাপতির এম এম নিয়াজ উদ্দিন,  আওয়ামী লীগের নেতা আবদুল্লাহ আল মামুন মন্ডল (স্বতন্ত্র),  মো. আতিকুল ইসলাম (গণফ্রন্ট), ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, মো. রাজু আহমেদ (জাকের পার্টি), সরকার শাহনুর ইসলাম (স্বতন্ত্র), হারুন অর রশীদ (স্বতন্ত্র), আবুল হোসেন (স্বতন্ত্র), মোহাম্মদ অলিউর রহমান (স্বতন্ত্র), আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী অ্যাড. মো. আজমত উল্লা খান, মো. জাহাঙ্গীর আলম (স্বতন্ত্র), জায়েদা খাতুন (স্বতন্ত্র)। 

রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করেছিলেন ১৩ জন, জমা দিয়েছে ১২ জন। কাউন্সিলর পদে মনোনয়ন সংগ্রহ করেছিলেন ৩৪৩ জন, জমা দিয়েছে ২৯০ জন। সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন সংগ্রহ করেছিলেন ৮৯ জন, জমা দিয়েছে ৮২ জন।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ৩০ এপ্রিল, এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ হলো ৮ মে। পরদিন ৯ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

রেজাউল/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়