ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ধর্ষণে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত, যুবক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৮, ১ মে ২০২৩   আপডেট: ১১:৪৯, ১ মে ২০২৩
ধর্ষণে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত, যুবক গ্রেপ্তার

নোয়াখালীর সদর উপজেলায় ধর্ষণে ব্যর্থ হয়ে এক গৃহবধূকে (২৮) ছুরিকাঘাতের ঘটনায় দায়ের হওয়া মামলায় মুসলিম উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার  করেছে পুলিশ। সোমবার (১ মে) আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করার কথা রয়েছে।  

এর আগে, গতকাল রোববার রাতে উপজেলার কালাদরাপ ইউনিয়নের আনন্দ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

আরো পড়ুন:

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ধর্ষণ চেষ্টা ও ছুরিকাঘাত করে আহত করার অভিযোগ এনে ভুক্তভোগী নারীর বাবা থানায় মামলা করেছেন। ওই মামলায় মুসলিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী তার বাবার নির্মাণাধীন বাড়ির একটি রুমে একা থাকতেন। গত ২৭ এপ্রিল দিবাগত রাতে ওই নারী ঘরের বাইরে টয়লেটে যান। এসময় পাশের বাড়ির মুসলিম উদ্দিন ঘরের ভেতরে প্রবেশ করে লুকিয়ে ছিলেন। ওই নারী ঘরে আসলে মুসলিম উদ্দিন তাকে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। এক পর্যায়ে তিনি ভুক্তভোগীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা ওই নারীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। 

সুজন/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়