ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা রহিমা ওয়াদুদ মারা গেছেন

জেলা প্রতিনিধি, চাঁদপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ৬ মে ২০২৩   আপডেট: ১৫:১৩, ৬ মে ২০২৩
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা রহিমা ওয়াদুদ মারা গেছেন

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ভাষাসংগ্রামী মরহুম এম এ ওয়াদুদের সহধর্মিণী রহিমা ওয়াদুদ মারা গেছেন। তিনি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা।  

শনিবার (৬ মে) দুপুর ১২টায় তিনি ঢাকার কলাবাগানস্থ তার নিজ বাসভবনে মারা যান।

বিষয়টি নিশ্চিত করেন শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ প্রতিনিধি সাইফুদ্দিন বাবু। মৃত্যুকালে রহিমা ওয়াদুদের বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।

জানা যায়, রহিমা ওয়াদুদ তাঁর দুই সন্তান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপুসহ মৃত্যুকালে বহু গুণগ্রাহী রেখে গেছেন। পেশায় তিনি শিক্ষক ছিলেন। তিনি চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর সদরের রামপুর ইউনিয়নে।

সাইফুদ্দিন বাবু বলেন, রহিমা ওয়াদুদ আলোকিত নারী ছিলেন। তাঁর জানাজা আগামীকাল রোববার বাদ আসর ঢাকার কলাবাগান মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। আমরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

উল্লেখ্য ডা. দীপু মনি রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি আগামীকাল ঢাকা ফিরবেন। 

অমরেশ/তারা

সর্বশেষ

পাঠকপ্রিয়