ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জয়ের ব্যাপারে আশাবাদী ৩ মেয়র প্রার্থী 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ২৫ মে ২০২৩   আপডেট: ১৩:০৪, ২৫ মে ২০২৩
জয়ের ব্যাপারে আশাবাদী ৩ মেয়র প্রার্থী 

গাজীপুর সিটি নির্বাচনে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তিন মেয়র প্রার্থী। 

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৯টা ৫ মিনিটে মহানগরের টঙ্গীর আরিচপুর এলাকার ৫৭ নং ওয়ার্ডের দারুস সালাম মাদরাসা কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী আজমত উল্লা খান। ৯টার দিকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল কেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী শাহনূর ইসলাম রনি। সকাল সেয়া ১০টার দিকে কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন আরেক স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন। ভোটদান শেষে তারা তিন জনই জয়ের ব‌্যাপারে আশা প্রকাশ করেছেন। 

আরো পড়ুন:

আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী আজমত উল্লা খান বলেন, অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হচ্ছে। মানুষের যে আগ্রহ তাতে দেখা যাচ্ছে, নৌকা প্রতীকে ভোট দিয়ে জনগণই জয়ী হবে।

স্বতন্ত্র মেয়রপ্রার্থী জায়েদা খাতুন বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু আছে। কিছু কিছু জায়গায় আমাদের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ সত্যের বিজয় হবে।

আরেক স্বতন্ত্র প্রার্থী শাহনূর ইসলাম রনি জানান, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ আছে। কেন্দ্রের ভেতরের পরিবেশ ভালো। আশা করি, জয়ী হবো। 

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট যুদ্ধে ৩৩৪ জন প্রার্থী অংশ নিচ্ছেন। তবে এর মধ্যে সাধারণ ওয়ার্ডে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচনে লড়ছেন ৩৩৩ জন প্রার্থী। নগরীর ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৪৭ জন, নারী ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন ও তৃতীয় লিঙ্গের  ভোটার আছেন ১৮ জন।

 মেয়র পদে প্রার্থীরা হলেন, অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান (আওয়ামী লীগ-নৌকা), এম এম নিয়াজ উদ্দিন (জাতীয় পার্টি-লাঙ্গল), জায়েদা খাতুন (স্বতন্ত্র-টেবিলঘড়ি), আতিকুল ইসলাম (গণফ্রন্ট-মাছ), গাজী আতাউর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা), মো. রাজু আহমেদ (জাকের পার্টি-গোলাপ ফুল), মো. হারুন-অর-রশীদ (স্বতন্ত্র-ঘোড়া) এবং সরকার শাহনুর ইসলাম (স্বতন্ত্র-হাতি)। মেয়র পদে আটজন লড়লেও আলোচনায় রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আজমত উল্লা খান এবং সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী টেবিল ঘড়ি প্রতীকের জায়েদা খাতুন।

রফিক সরকার/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়