চট্টগ্রামে বসতঘরে আগুনে দগ্ধ ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৪:৩৮, ২৮ মে ২০২৩

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ অক্সিজেন পূর্ব শহীদনগর এলাকায় একটি বসতঘরে অগ্নিকাণ্ডে ৩ জন মারা গেছেন।
রোববার (২৮ মে) ভোরে এই অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার স্টেশনের চিফ লিডার চিত্ত রঞ্জন বৈদ্য।
মৃত ৩ জন হলেন- নূর নাহার বেগম (৩০), তার সন্তান মারুফ (২) ও প্রতিবেশী মো. ঈমাম উদ্দিন (২৩)।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বায়েজিদ থানার অক্সিজেন এলাকার পূর্ব শহীদ নগরের একটি বাসায় অজ্ঞাত উৎস থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযান পরিচালনা করে।
/রেজাউল/এসবি/