যৌতুক মামলায় পুলিশ সদস্য কারাগারে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় সাফিকুর রহমান নামে এক পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ আদালত। সোমবার (২৯ মে) দুপুরে আমলি আদলতের (সদর) বিচারক হুমায়ন কবীর আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে যাওয়া পুলিশ সদস্য সাফিকুর রহমান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জয়নালপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে। তিনি রাজশাহী জেলা পুলিশে কনস্টেবল পদে কর্মরত।
কোর্ট পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালে সাফিকুরের বিরুদ্ধে যৌতুক দাবির মমলা করেন তার স্ত্রী। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিলো। সোমবার সফিকুর আদলতে হাজিরা দিতে আসেন। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কোর্ট পুলিশের এক কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
মেহেদী/ মাসুদ