বিউটিশিয়ানের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

গাজীপুর মহানগরীর আদাবই এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় রুবিনা খাতুন (২৯) নামে এক বিউটিশিয়ানের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৪ জুন) রাত ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
গাজীপুর মহানগরীর আদাবই এলাকার আব্দুস সালামের মেয়ে রুবিনা খাতুন। তিনি দীর্ঘদিন ধরে ওই পার্লার চালাতেন।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল ইসলাম জানান, ওই নারী তার বাড়ির কাছে একটি বিউটি পার্লার চালাতেন। পার্লারের সঙ্গেই একটি কক্ষে তিনি রাতে থাকতেন। রোববার রাতে রুবিনার মা খাবার দিতে গিয়ে মেয়েকে হাত-পা বাঁধা অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ রাত ১১টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।
ওসি আরও জানান, তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রেজাউল করিম/ইভা
আরো পড়ুন