ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শিশু অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ৫ জুন ২০২৩  
শিশু অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি

কক্সবাজারের টেকনাফ হ্নীলা ইউনিয়নের দক্ষিণ লেদায় দ্বিতীয় শ্রেণির ছাত্রকে অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে।

রোববার (৪ জুন) দুপুরে লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে শিশুটিকে অপহরণ হয়।

অপহৃত শিশু মোহাম্মদ হোছাইন সূর্য (৮) লেদার বাসিন্দা সুলতান আহমদ ছেলে। সে লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। বিদ্যালয় ছুটির পর বাসায় আসার পথে তাকে অপহরণ করা হয় বলে জানিয়েছে তার পরিবার।

শিশুটির বাবা সুলতান আহমদ বলেন, ‘রোববার স্কুল ছুটি হলে আমার ছেলে বাড়ি না ফিরলে অনেক জায়গায় খোঁজাখুঁজি করি। এমনকি রাতে মাইকিংও করা হয়। পরে অপরিচিত মোবাইল নম্বর থেকে ফোন করে আমার ছেলেকে তারা অপহরণ করেছে বলে জানায়। তারা ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে আমার ছেলেকে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলার হুমকি দেয় অপহরণকারীরা।’

এ ব্যাপারে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, ‘যে মোবাইল নম্বর থেকে মুক্তিপণের টাকা দাবি করা হয়েছে সেই নম্বর অতি দরিদ্র এক মহিলার নামে রেজিস্ট্রেশন করা। খোঁজ নিয়ে জানতে পারলাম অপহরণকারীরা অন্যজনের নামে রেজিস্ট্রেশন করা অর্থাৎ অবৈধ সিম ব্যবহার করে এসব অপকর্ম করছে। যেহেতু অন্যজনের নামে সিমটি রেজিস্ট্রেশন করা তাই প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে একটু জটিল হয়ে গেছে। তারপরও আমরা এই অভিযোগটি পাওয়ার পর থেকে এসব অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করে যাচ্ছি।’

/তারেকুর/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়