ঢাকা     শনিবার   ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||  আশ্বিন ৮ ১৪৩০

বাবার লাশ নিয়ে বাড়িতে ফেরার পথে প্রাণ হারালেন ছেলে

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৯, ৯ জুন ২০২৩  
বাবার লাশ নিয়ে বাড়িতে ফেরার পথে প্রাণ হারালেন ছেলে

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাবার লাশ নিয়ে গ্রামের বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে শাওন (২৮) মারা গেছেন।

শুক্রবার (৯ জুন) ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া পাখির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাওন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মিয়াপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ রাশেদুল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে একটি মাইক্রোবাসে বাবার লাশ নিয়ে নোয়াখালীর বেগমগঞ্জে যাচ্ছিলেন শাওনসহ তার পরিবারের অন্য সদস্যরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া পাখির মোড় এলাকায় এলে অজ্ঞাতনামা গাড়ি মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী সবাই আহত হন।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।’

রতন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়