ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাল আমদানিতে সরকারের এক ডলারও ব্যয় হবে না: খাদ্যমন্ত্রী

কিশোরগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২০, ২০ জুন ২০২৩   আপডেট: ১৭:৫৬, ২০ জুন ২০২৩
চাল আমদানিতে সরকারের এক ডলারও ব্যয় হবে না: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘দেশে ধানের উৎপাদন বেড়েছে। ফলে দেশে খাদ্যের কোনো অভাব নেই। সরকারি খাদ্য মজুতের পরিমাণ প্রায় ২০ লাখ টন। আর এ জন্য চাল আমদানিতে সরকারের এক ডলারও ব্যয় করতে হবে না।’ 

মঙ্গলবার (২০ জুন) দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউসে চলমান বোরো ধান সংগ্রহ ২০২৩ উপলক্ষে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

আরো পড়ুন:

সাধন চন্দ্র মজুমদার বলেন, সরকার কার্ডের মাধ্যমে ওএমএস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জুলাই- আগস্টের মধ্যে কার্ডের মাধ্যমে ওএমএস চাল বিতরণ শুরু করবে খাদ্য অধিদপ্তর। জুলাই মাসের শুরু থেকে টিসিবির মাধ্যমেও ৫ কেজি করে চাল বিতরণ শুরু হতে যাচ্ছে।

তিনি আরও বলেন, সুখী ও সমৃদ্ধশালী সোনার বাংলা গড়তে আমাদের অপচয় কমাতে হবে। চাল চকচক করতে গিয়ে অপচয় হয়। আবার পুষ্টিগুণ নষ্ট হয়। হাওর অঞ্চলের কৃষক সচেতন হলে ধানের নায্যমূল্য নিতে পারে। মৌসুমের শুরুতেই তারা জমিতে ধান কেটে সেখানেই মাড়াই করে বিক্রি করে দেন, ঘরে নিতে চান না। এই সুযোগে ধানের দাম কমিয়ে ব্যবসায়ীরা সুযোগ নেন। উপসহকারী কৃষি কর্মকর্তাদের সাহায্যে কৃষকের ধানের ময়েশ্চার চেক করে খাদ্যগুদামে আনলে কৃষকের সুবিধা হবে। কর্মকর্তারা ধান ভেজা বলে ফেরত পাঠাতে পারবেন না। গুদামে নিয়ে ধান আবার ফেরত নিতে হলে কৃষক সরকারি গুদামে ধান দিতে আগ্রহ হারায়। ধান দিতে এসে কোনো কৃষক যেন কষ্ট না পায় সেটা নিশ্চিত করতে খাদ্য বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী।

খাদ্যমন্ত্রী বলেন, কৃষিতে আমাদের অগ্রগতি আশাব্যঞ্জক। কৃষক বেশি বেশি ধান উৎপাদন করে আমাদের স্বস্তিতে রেখেছেন। আমাদের খাদ্য সংকট নেই।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রুবেল মাহমুদের সভাপতিত্ব অন্যদের মদ্যে উপস্থিত ছিলেন-  কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ঢাকা মো. ফারুক হোসেন পাটওয়ারী। 

অনুষ্ঠান শেষে মন্ত্রী খাদ্য গুদাম পরিদর্শন করেন এবং চালের গুণগতমান পরীক্ষা নিরীক্ষা করে দেখেন।

রুমন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়