ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিষিদ্ধ কীটনাশক উৎপাদন, কারখানা সিলগালা

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫১, ১২ জুলাই ২০২৩  
নিষিদ্ধ কীটনাশক উৎপাদন, কারখানা সিলগালা

পাবনায় নিষিদ্ধ কীটনাশক উৎপাদন ও প্রতারণার অভিযোগে একটি কারখানা সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় কারখানাটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১২ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে পাবনা বিসিক শিল্প নগরিতে অবস্থিত লিমন এগ্রো নামের কারখানাটিতে অভিযান চালানো হয়।

আরো পড়ুন:

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, কারখানাটিতে অনেকদিন ধরে নিষিদ্ধ কীটনাশক উৎপাদন করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করেছি। একই সঙ্গে প্রায় ৫০০ কেজি নিষিদ্ধ কীটনাশক ধ্বংস ও কারখানার মালিক আব্দুর রহিম খানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, লিমন এগ্রো নামের কারখানাটিতে নিষিদ্ধ কার্বোফুরান কীটনাশক উৎপাদন ও উৎপাদিত পণ্যে অন্যস্থানের ঠিকানা ব্যবহার করা হচ্ছিল।  

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী, কৃষি সম্প্রসারণ অফিসার খালেদীন আনাম প্রমুখ।

শাহীন/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়