ঢাকা     বৃহস্পতিবার   ৩০ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩১

নোয়াখালী-৫ আসনের সাবেক এমপি এনামুল হক মারা গেছেন

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ২৩ জুলাই ২০২৩  
নোয়াখালী-৫ আসনের সাবেক এমপি এনামুল হক মারা গেছেন

এনামুল হক

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) লেফটেন্যান্ট কর্নেল (অবসর) এ এস এম এনামুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর।

শনিবার (২২ জুলাই) ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মরহুমের ভাতিজা মঈন উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, তার একমাত্র মেয়ে আমেরিকা প্রবাসী। বাবার মৃত্যুর সংবাদ শুনে তিনি দেশের পথে রওয়ানা হয়েছেন। সোমবার (২৪ জুলাই) এনামুল হককে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামে পারিবারিক কবরস্থান দাফন করা হবে।

এনামুল হক ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে একই বছরের ১২ জুন অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন।কিন্তু আওয়ামী লীগ প্রার্থী ওবায়দুল কাদেরের কাছে পরাজিত হয়েছিলেন।

সাবেক এ সংসদ সদস্যের মৃত্যুতে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বরকত উল্যাহ্ বুলু, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, যুগ্ম মহাসচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সাবেক সাংসদ প্রকৌশলী ফজলুল আজিম, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) নির্বাচনী এলাকার বিএনপির সম্ভাব্য প্রার্থী মওদুদ আহমদের স্ত্রী বেগম হাসনা জসিম উদ্দিন মওদুদ, বিএনপি নেতা শিল্পপতি ফখরুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার গভীর শোক প্রকাশ করেছেন। 

/সুজন/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়