ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

জিয়ার মৃত্যুবার্ষিকীতে পেশাজীবীদের ২ দিনের কর্মসূচি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৫, ৩০ মে ২০২৪  
জিয়ার মৃত্যুবার্ষিকীতে পেশাজীবীদের ২ দিনের কর্মসূচি

জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে- বৃহস্পতিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত, মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত।

শনিবার (১ জুন) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। এছাড়া বিশিষ্ট বুদ্ধিজীবী ও পেশাজীবী নেতারা আলোচনায় অংশ নেবেন।

উল্লেখিত কর্মসূচিতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য পেশাজীবীদের সবাইকে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এবং সদস্য সচিব কাদের গনি চৌধুরী।

/এমএ/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়