আ.লীগ বাঙালি জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করেছে : জিএম কাদের
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এসে বাঙালি জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করেছে, বৈষম্যের সৃষ্টি করেছে। এর আগে বাঙালি জাতির মধ্যে কোনো বিভাজন ছিলো না। আমরা একই ভাষায় কথা বলি। এই সরকার জবাবদিহিতা করতে চায় না।’
রোববার (৩০ জুলাই) দুপুরে বগুড়া শহরের টিটু মিলনায়তনে জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের চেতনা ছিল গণতান্ত্রিক বাংলাদেশ। দেশের ক্ষমতার মালিক হবে জনগণ। জনগণের ইচ্ছায় দেশ চলবে। এটাই হলো স্বাধীনতা যুদ্ধের মূল কথা। স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল বৈষম্য থেকে মুক্তি পাওয়া। কিন্তু বর্তমানে আমরা কি দেখছি বিভাজন। আওয়ামী লীগ এসে বিভাজন সৃষ্টি করেছে। বিভিন্ন প্রক্রিয়ায় তারা এটা করেছে। একটি হলো আওয়ামী লীগ করলে সুবিধা দেওয়া হবে। আওয়ামী লীগ না করলে কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না।’
তিনি বলেন, ‘বাংলাদেশের কোনো লোক মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলো না। কিছু লোককে পছন্দ না করায় তাদের মুক্তিযুদ্ধের বিপক্ষের এবং যাদের দরকার তাদের মুক্তিযুদ্ধের পক্ষের বলছে তারা। স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে কিছু লোক ছিলো যারা আমরা মনে করি অধিকাংশই মৃত বা বৃদ্ধ। এরপরও বলা হচ্ছে, স্বাধীনতা যুদ্ধের পক্ষ এবং বিপক্ষ। এখন যদি কেউ সরকারের বিরুদ্ধে হয়, তাহলে তিনি স্বাধীনতা যুদ্ধের বিপক্ষের লোক এবং তাকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। আপনি সরকারের সঙ্গে থাকেন তাহলে ভালো সুযোগ সুবিধা পাবেন।’
জিএম কাদের বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নির্বাচনী ব্যবস্থা ও সংবিধান সংশোধন করে বিভিন্নভাবে নিজস্ব লোক দিয়ে নির্বাচন ব্যবস্থাকে সুন্দরভাবে সাজিয়েছে। যেন নির্বাচন তারা সব সময় জয়লাভ করতে পারে। নির্বাচনের পরিবর্তে সিলেকশনের ব্যবস্থা করেছে। তাহলে কি দাঁড়ালো? দেখা যাচ্ছে ভোটের সময় নির্বাচন কমিশনের সমস্ত কার্যক্রমের সঙ্গে যে কোনভাবে আওয়ামী লীগের প্রভাব থাকবে। নির্বাচনের জন্য যারা কাজ করছে, তারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত তাহলে এটা কি তন্ত্র হলো? গণতন্ত্র হলো জনগণের ভোটে নির্বাচিত সরকার। জনগণের জন্য যে সরকার। এটা আওয়ামীতন্ত্র, গণতন্ত্র নয়। ইংরেজিতে ডেমোক্রেসি এর পরিবর্তে আওয়ামীক্রেসি। এই আওয়ামীক্রেসি কেন করা হয়েছে? কারণ সরকার জবাবদিহিতা করতে চায় না।’
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন- জাপার মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা, বগুড়া জেলার আহ্বায়ক ও বগুড়া-২ আসনের সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ। সঞ্চালনায় ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব নুরুল ইসলাম ওমর।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জাপার অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য মো. জহুরুল ইসলাম জহির, জাপার চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া-৩ এর সংসদ সদস্য অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম তালুকদার।
এনাম/ মাসুদ