ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেএনএফ ও শান্তি প্রতিষ্ঠা কমিটির দ্বিতীয় ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত

বান্দরবান সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ৪ আগস্ট ২০২৩  
কেএনএফ ও শান্তি প্রতিষ্ঠা কমিটির দ্বিতীয় ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত

পাহাড়ে চলমান পরিস্থিতিতে শান্তিপ্রতিষ্ঠার লক্ষ্যে বান্দরবানে ‘শান্তি প্রতিষ্ঠা কমিটি’ ও সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ এর মধ্যে দ্বিতীয় ভার্চুয়াল বৈঠক জুমে অনুষ্ঠিত হয়েছে। তিন ঘণ্টা ধরে চলা বৈঠকে গোলাগুলি, গুম, হত্যাসহ অপ্রত্যাশিত সব ঘটনা বন্ধে একমত হয়েছেন তারা।

শুক্রবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে  ‍দুপুর দেড়টা পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষ থেকে ১০ সদস্য বিশিষ্ট ‘শান্তি প্রতিষ্ঠা কমিটি’র সদস্যরা আলোচনায় অংশ গ্রহণ করেন। শান্তি প্রতিষ্ঠা কমিটির পক্ষে নেতৃত্ব দেন কমিটির মুখপাত্র কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা। কেএনএফের ৪ সদস্যের প্রতিনিধিদের নেতৃত্ব দেন কেএনএফ-এর ব্রিগেডিয়ার জেনারেল মাওয়াই ওরফে লালজংমই বম।

আরো পড়ুন:

বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন ‘শান্তি প্রতিষ্ঠা কমিটি’র মুখপাত্র ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা। 

আরও পড়ুন: কেএনএফ ও শান্তি প্রতিষ্ঠা কমিটির প্রথম ভার্চুয়াল আলোচনা

কেএনএফ-এর দাবির বিষয়ে জানতে চাইলে কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা জানান, প্রথমবার আলোচনায় কেএনএফ যে দাবিগুলোর কথা বলেছে আজকেও একই দাবি পেশ করেছে তারা। ‘শান্তি প্রতিষ্ঠা কমিটি’ সরাসরি দেশের ভেতরে বসে আলোচনার প্রস্তাব দিলেও নিরাপত্তার কারণ দেখিয়ে সেই প্রস্তাবে রাজি হয়নি কেএনএফ। যদি তাদের সম্পূর্ণভাবে নিরাপত্তা দিতে পারলে তারা সরাসরি আলোচনায় বসবে বলেও জানান তিনি। 

তিনি আরো জানান, কেএনএফ পক্ষ থেকে ‘শান্তি প্রতিষ্ঠা কমিটি’ ব্যাপারে জানতে চাওয়া হয়েছে। ‘শান্তি প্রতিষ্ঠা কমিটি’র ব্যাপারে তারা প্রশ্ন করেছেন। শান্তি প্রতিষ্ঠা কমিটি সরকারের অনুমোদন আছে কিনা, তাদের দাবি দাওয়া সরকারের কাছে পৌঁছাচ্ছে কিনা সে সম্পর্কেও তারা জানতে চেয়েছে। কেএনএফ-এর দাবির বিষয়ে ‘শান্তি প্রতিষ্ঠা কমিটি’কে লিখিতভাবে দেওয়ার কথা বলা হয়েছে। 

চাইমং/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়