ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাঁখা-শঙ্খের দোকান থেকে ৫ লাখ টাকার মালামাল চুরি

ঝালকাঠি প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪১, ২৬ আগস্ট ২০২৩  
শাঁখা-শঙ্খের দোকান থেকে ৫ লাখ টাকার মালামাল চুরি

ঝালকাঠিতে শাঁখা-শঙ্খের একটি দোকান থেকে পাঁচ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৬ আগস্ট) ভোরের দিকে শহরের স্টেশন রোডে দুর্গা শঙ্খ ভান্ডারে এ চুরির ঘটনা ঘটে। 

আরো পড়ুন:

দোকানের মালিক জগবন্ধু নন্দি জানান, রাতে দোকান বন্ধ করে তিনি শহরের কাঁঠপট্টি এলাকার বাসায় চলে যান। সকাল ১০টায় তালা খোলা অবস্থায় দোকানটি  দেখতে পান তিনি। পরে লোকজন ডেকে তিনি ভেতরে প্রবেশ করে দেখেন, তাঁর দোকানের শাঁখা-শঙ্খ নেই। 

তিনি আরও জানান, চোররা প্রায় পাঁচ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দিয়েছেন। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানান, চুরির ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অলোক/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়