ঢাকা     মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩১

ঝালকাঠিতে তেলবাহী জাহাজের ধাক্কায় ট্রলার ডুবি

ঝালকাঠি প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৮, ২৬ আগস্ট ২০২৩   আপডেট: ২২:৫২, ২৬ আগস্ট ২০২৩
ঝালকাঠিতে তেলবাহী জাহাজের ধাক্কায় ট্রলার ডুবি

ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজের ধাক্কায় মাটি কাটা একটি ট্রলার ডুবে গেছে। এসময়  ট্রলারে থাকা ৬ শ্রমিককে উদ্ধার করেন স্থানীয় লোকজন। তাদের ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সুগন্ধা নদীর লঞ্চঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন- বরগুনা জেলার আমতলী উপজেলার মানিক হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৫), মোসলেম মালের ছেলে মো. জাকির মাল (৪৫), তালতলী উপজেলার আব্দুর রহিম মোল্লার ছেলে মো. হাসান মোল্লা (২৭), তৈয়ব আলী জোমাদ্দারের ছেলে নিজাম জোমাদ্দার (৪০), আব্দুর রাজ্জাকের ছেলে মাসুম (২৫) ও নোয়াখালীর হাতিয়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে রাসেল (২৪)। 

আরো পড়ুন:

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন সরকার জানান, মাটি নিয়ে একটি ট্রলারে ব্রিক ফিল্ডে যাচ্ছিল। হঠাৎ ট্রলারের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। ট্রলাটিতে থাকা লোকজন ইঞ্জিন ঠিক করায় ব্যস্ত হয়ে পড়েন। এসময় পেছন থেকে একটি তেলের জাহাজে ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয় লোকজন শ্রমিকদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে চার জন বেশি আহত হয়েছেন।

তিনি আরও জানান, কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে আমরা তা খতিয়ে দেখছি।

অলোক/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়