ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডোমারে হেরোইনসহ ২ ভাই গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০২, ২৭ আগস্ট ২০২৩  
ডোমারে হেরোইনসহ ২ ভাই গ্রেপ্তার

নীলফামারীর ডোমার উপজেলায় তিন গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ছোটরাউতা জলপাখুড়ী এলাকা থেকে তারা গ্রেপ্তার হন। 

রোববার (২৭ আগস্ট) ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী এতথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃতরা হলেন- পূর্ব চিকনমাটি এলাকার মৃত তোফাজ্জল হোসেনের দুই ছেলে মো. আব্দুর রশীদ (৫৯) ও মো. ওসমান গনি বাবলু (৫০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় ছোটরাউতা জলপাখুড়ী এলাকায় অভিযান চালিয়ে রশীদ ও বাবলু নামের দুই ভাইকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছে ৬টি পুড়িয়ায় তিন গ্রাম হেরোইন পাওয়া যায়। তাদের বিরুদ্ধে ডোমার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১(০৮) ২৩ মামলা হয়েছে। রশীদের বিরুদ্ধে আগে মাদকের ১০টি ও বাবলুর বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। 

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সিথুন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়