ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নীলফামারী বিআরটিএ অফিসে দুদকের অভিযান

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৯, ১১ সেপ্টেম্বর ২০২৩  
নীলফামারী বিআরটিএ অফিসে দুদকের অভিযান

সেবা প্রদানে অতিরিক্ত টাকা নেওয়া, সেবা প্রত্যাশীদের হয়রানিসহ নানা অনিয়মের অভিযোগে নীলফামারী বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট টিম।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ৩ ঘন্টা ধরে অভিযান পরিচালনা করে অতিরিক্ত টাকা নেওয়াসহ কয়েকটি অভিযোগের সত্যতা পায় দুদক।

আরো পড়ুন:

অভিযানে দুদকের রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ, উপ-সহকারী পরিচালক একেএম নুরে আলম সিদ্দিকি, উপ-সহকারী পরিচালক মোমিন উদ্দিনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুদক কর্মকর্তারা জানায়, নিয়ম থাকলেও মোটরসাইকেল মালিকদের কাছ থেকে রেজিষ্ট্রেশনের কাগজপত্র জমা না নিয়ে শো-রুম কর্তৃপক্ষের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে দেওয়া হচ্ছে মোটরসাইকেলের রেজিষ্টেশন। যা মূলত পরিশোধ করছে মোটরসাইকেল মালিকরাই। এছাড়াও ব্যাংকের মাধ্যমে জমা না দিয়ে অফিসের কর্মকর্তা কর্মচারীরা নিজ বিকাশের মাধ্যমে পরিশোধ করছেন টাকা। কেউ অতিরিক্ত টাকা না দিলে হতে হয় হয়রানির স্বীকার। এরকম বেশ কিছু অভিযোগের সত্যতাও মিলেছে। 

দুদকের রংপুরের সহকারী পরিচালক হোসাইন শরীফ বলেন, এখানে বেশ কিছু অভিযোগের সত্যতা পেয়েছি আমরা। সব বিষয়ে রিপোর্ট করা হবে। যেহেতু এটি এনফোর্সমেন্ট অভিযান এ জন্য আমরা কাউকে আটক করিনি।

সিথুন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়