ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ ১ জনের মৃত্যু 

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ১২ সেপ্টেম্বর ২০২৩  
সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ ১ জনের মৃত্যু 

সিলেট মহানগরীর মিরাবাজারের দাদা পীর মাজার সংলগ্ন বিরতি সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ ৯ জনের মধ্যে রুমেল সিদ্দিক নামে একজন মারা গেছেন। তিনি ওই সিএনজি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক ছিলেন।

সোমবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নিহত রুমেল সিলেট বিমানবন্দর থানার কোরবানটিলা এলাকার বাসিন্দা। রুমেল সিদ্দিকের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

এরআগে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিরতি সিএনজি ফিলিং স্টেশনে কম্প্রেসার কক্ষের একটি সেফটি ভাল্ব বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে। এতে ৯ জন দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে তিনজনের অবস্থা ছিলো আশঙ্কাজনক।পরদিন বুধবার (৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে সিলেট থেকে তাদেরকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।সেখানে প্রায় ৬দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রুমেল সিদ্দিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সিলেটে সিএনজি স্টেশনে বিস্ফোরণ, দগ্ধদের ঢাকায় প্রেরণ

নূর/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়