শ্রীনগরে টিনশেড মার্কেটে আগুন, পুড়লো ৯ দোকান
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মুন্সীগঞ্জের শ্রীনগরের একটি টিনশেড মার্কেটে আগুন লেগে ৯টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের মাশুরগাঁও পুরাতন ফেরিঘাট সড়কের পাশে বাদল শেখর টিনশেড মার্কেটে আগুন লাগে।
স্থানীয় বাসিন্দারা জানান, সুজয় নামের এক ব্যক্তির সেলুন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ভুক্তভোগী দোকানীরা জানান, আগুনে তাদের ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি সেলুনে বৈদ্যুতিক শর্ট-শার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
রতন/ মাসুদ