ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুমিল্লায় জজ মিয়া হত্যা: এক আসামির মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৭, ১৮ সেপ্টেম্বর ২০২৩  
কুমিল্লায় জজ মিয়া হত্যা: এক আসামির মৃত্যুদণ্ড

কুমিল্লার হোমনায় জজ মিয়া হত্যা মামলায় একজনকে  মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তথ্য প্রমাণ না থাকায় অপর দুই আসামিকে খালাস দিয়েছেন বিচারক।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।

আরো পড়ুন:

সাজাপ্রাপ্ত আসামি হলেন- হোমনা উপজেলার হোমনা সরদার বাড়ির বাহাদুর মিয়ার ছেলে আজাদ মিয়া (৩৫)।

খালস পাওয়া আসামিরা হলেন- সালা উদ্দিন (২৮) ও নাসির উদ্দিনসহ (২২)। তারা দুইজন মৃত্যুদণ্ড পাওয়া আজাদ মিয়ার আপন ভাই।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২২ মে সন্ধ্যায় জজ মিয়া বিদ্যুৎ না থাকায় ও প্রচণ্ড গরমের কারণে বাড়ির পাশের পৌর নতুন বাস ষ্ট্যান্ড খোলা মাঠে যান। সেখানে মোবারক মিয়ার সঙ্গে কথা বলার সময় পূর্ব শত্রুতার জেরে আসামিরা জজ ময়িাকে মারধর করে। একপর্যায়ে তারা ছুরি দিয়ে জজ মিয়ার বুকের বাম পাশে আঘাত করে পালিয়ে যায়। পরে সিএনজি চালক জামির ও দেলোয়ার ভুক্তভোগীকে গুরুতর অবস্থায় হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে জজ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

এ ঘটনার পরদিন ২৩ মে নিহতের বড় ভাই মো. জুলহাস বাদী হয়ে বাহাদুর মিয়ার ছেলে আজাদ মিয়া, সালা উদ্দিন ও নাসির উদ্দিনসহ ৩-৪ জনকে আসামি করে হোমনা থানায় মামলা করেন। মামলার ২৭ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামি আজাদ মিয়াকে মৃত্যুদণ্ড দেন বিচারক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সালা উদ্দিন ও নাসির উদ্দিনকে খালাস দেওয়া হয়।

রায়ে সন্তোষ প্রকাশ করেছন রাষ্ট্রপক্ষের কৌশলী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম। 

আসামিপক্ষের আইনজীবী এইচ এম আবাদ বলেন, রায়ের কপি হাতে পেলে উচ্চ আদালতে আপিল করা হবে। 

রুবেল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়