ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

বান্দারবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ১৯ সেপ্টেম্বর ২০২৩  
বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

বান্দরবানের লামায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই ইউনুসের লাঠির আঘাতে ছোট ভাই আব্দুল রহিম (৩৮) মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

সোমবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ফাইতং ইউনিয়েনর ৬ নম্বর ওয়ার্ডের রাঙ্গাঝিরি পাড়ায় ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

নিহত আব্দুল রহিম একই এলাকার মো. আবুল কালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে গতকাল রাতে বড় ভাই ইউনুস তার ছোট ভাই আব্দুর রহিমের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আব্দুল রহিম মারা যান। হত্যার পরে লাশ গুম করতে পার্শ্ববর্তী পাহাড়ে মাটি চাপা দিয়ে দেওয়া হয়। পরে পরিবারের অন্য সদস্য ও এলাকার স্থানীয়রা পুলিশের সহযোগিতায় পাহাড় থেকে লাশটি উদ্ধার করে। ইউনুসকে পুলিশ আটক করলে হত্যার বিষয়টি তিনিও স্বীকার করেন।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, নিহতের বড় ভাই ইউনুসকে গ্রেপ্তার করা হয়েছে।

চাইমং/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়