ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঘরে ঝুলছিল মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৪, ১৯ সেপ্টেম্বর ২০২৩  
ঘরে ঝুলছিল মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ

গাজীপুরের কাপাসিয়ায় মনিরা (১৭) নামে এক কিশোরী মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস হোসেন। এর আগে ভোরে নিজ বাড়ির উত্তরের ভিটার উপরে কাঠের আড়ার সঙ্গে গলায় শাড়ি দিয়ে পেচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মাদ্রাসা ছাত্রী উপজেলার উত্তর খামের গ্রামের তাজউদ্দিনের মেয়ে। সে পার্শ্ববর্তী দিগধা আলিম মাদ্রাসার শিক্ষার্থী। ইউপি সদস্য ইলিয়াস বলেন, তিনি ঘটনার কথা শুনে থানায় খবর দিয়েছেন।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফারুক আহমেদ জানান, মরদেহ উদ্ধারে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।

নিহত মনিরার মা ফাতেমা জানান, তার মেয়ের একটা ছেলের সঙ্গে প্রেম ছিল। ওই ছেলেটা আরেকটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। ওই ছেলের সঙ্গে রাগ করে সে রাতের কোনো এক সময় আত্মহত্যা করেছে।

রফিক/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়