ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পদ্মা সেতুতে হাজার কোটি টাকার টোল আদায় 

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২০, ২০ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২০:২৩, ২০ সেপ্টেম্বর ২০২৩
পদ্মা সেতুতে হাজার কোটি টাকার টোল আদায় 

পদ্মা সেতুর টোল আদায় হাজার কোটি টাকার ছাড়িয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা পর্যন্ত পদ্মা সেতু চালুর ১ বছর ২ মাস ২৫ দিনে টোল আদায় হয়েছে ১ হাজার কোটি ৯২ হাজার ১৫০ টাকা। 

পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

আমিরুল হায়দার চৌধুরী জানান, ২০২২ সালের ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করেন। পরদিন ২৬ জুন থেকে শুরু হয় এ সেতু দিয়ে যান চলাচল। আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত মাওয়া ও জাজিরা দুই টোল প্লাজা হয়ে সেতু পার হয়েছে ৭২ লাখ ৯৬ হাজার ৬২২টি গাড়ি। এখন পর্যন্ত ক্রেডিট ও ইটিসিএসসহ মোট টোল আদায় হয়েছে ১ হাজার কোটি ৯২ হাজার ১৫০ টাকা।

তিনি আরো  জানান, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই প্রত্যাশার চেয়ে বেশি পরিমাণ যানবাহন চলাচল করছে এই সেতু দিয়ে। ফলে সেতুর উভয় প্রান্তে টোল আদায়ও হচ্ছে প্রত্যাশার চেয়ে বেশি।  

প্রসঙ্গত, ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতু গত বছর ২৫ জুন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দিন প্রধানমন্ত্রী নিজে মাওয়া প্রান্ত টোল দিয়ে প্রথমবারের মতো পদ্মা সেতুতে ওঠেন। পরদিন সকাল থেকে সেতু যানচলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়