ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপি নেতা দুলু ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৪, ২৬ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২০:৫৬, ২৬ সেপ্টেম্বর ২০২৩
বিএনপি নেতা দুলু ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি

হত্যা ও বিস্ফোরকসহ ৪টি মামলায় হাজির না হওয়ায় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবির জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন নাটোরের আদালত। 

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ উদ্দিন এই আদেশ দেন।

আরো পড়ুন:

নাটোর বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ ও জজ আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আরিফুর রহমান গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন। 

আইনজীবীরা জানান, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি একাধিক মামলার আসামি। তাদের মামলাগুলো আদালতে চলমান। কিন্তু বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা দীর্ঘ দিন ধরেই আদালতে হাজির না হয়ে সময়ের প্রার্থনা করে আসছেন। এজন্য মামলা ধীর গতিতে চলছে। আজ তাদের দুইজনের হত্যা,বিস্ফোরকসহ ৪টি মামলায় আদালতে হাজিরার নির্ধারিত দিন ধার্য ছিল। কিন্তু তারা আজও আদালতে উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে অসুস্থ্যতার কথা উল্লেখ করে সময়ের প্রার্থনা করেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী সময় প্রার্থনা আবেদনের বিরোধিতা করেন। পরে বিচারক দুইজনের জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল হোসেন বলেন, তার মক্কেল রুহুল কুদ্দুস তালুকদার দুলু দীর্ঘ দিন ধরেই ক্যানসারে আক্রান্ত। দেশে এবং বিদেশে বিভিন্ন সময় চিকিৎসা নিচ্ছেন তিনি। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। এ সময় তার স্ত্রীও হাসপাতালে স্বামীর সেবায় পাশে রয়েছেন। আমরা তার চিকিৎসার সব কাগজপত্রসহ চিকিৎসকের সার্টিফিকেট আদালতে উপস্থাপন করে সময়ের প্রার্থনা জানাই। কিন্তু বিচারক তা আমলে না নিয়ে তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তারা উচ্চ আদালতে আইনি লড়াই লড়বেন বলেও জানান।

আরিফুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়