ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নড়াইলে চাঁদা দাবি, ৬ যুবক গ্রেপ্তার

নড়াইল সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৬, ২৬ সেপ্টেম্বর ২০২৩  
নড়াইলে চাঁদা দাবি, ৬ যুবক গ্রেপ্তার

নড়াইল পৌরসভার হাটবাড়িয়া জমিদার বাড়ি ডিসি পার্কে আসা দর্শনার্থীদের জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির ঘটনায় ৬ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। গত সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন, নড়াইল পৌরসভার মাছিমদিয়া গ্রামের মৃত তবিবর মোল্যার ছেলে অন্তর মোল্যা (১৯), নড়াইল শহর সংলগ্ন আউড়িয়া গ্রামের জাহিদ সিকদারের ছেলে নাঈম শিকদার (১৯), একই গ্রামের নজরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫), আইয়ুব হোসেনের ছেলে রায়হান হোসেন হৃদয় (২০), সদর উপজেলার ভদ্রবিলা গ্রামের আদালত মোল্যার ছেলে আকিব মোল্যা (২২) ও একই গ্রামের সবুর রহমানের ছেলে আবিদ মাহমুদ সম্রাট (২২)।

আরো পড়ুন:

নড়াইল সদর থানা সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর মাগুরা জেলার শালিখা থানার সরসুনা গ্রাম থেকে চার বন্ধু নড়াইলের হাটবাড়িয়া জমিদার বাড়ি ডিসি পার্কে ঘুরতে আসেন। এ সময় স্থানীয় নড়াইল শহর ও আশপাশের ৯ যুবক ওই চার বন্ধুকে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তাদের মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন, হেলমেট কেড়ে নেয় এবং তাদের মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনা সদর থানা পুলিশ শোনার পর তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান জানান, গ্রেপ্তারদের কাছ থেকে চাঁদাবাজির নগদ টাকা, মোবাইল ফোন, হেলমেট এবং চাঁদাবাজির কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
 

শরিফুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়