ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ২৭ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৭:৩৫, ২৭ সেপ্টেম্বর ২০২৩
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

আরো পড়ুন:

প্রসঙ্গত, ২০১৭ সালে এসএম বোরহান উদ্দিনকে সভাপতি এবং আবু তাহেরকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের ৫১ সদস্যের কমিটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ। এরপরে ২০২০ সালের ৪ মার্চ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। আজ বুধবার এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। 

এদিকে দক্ষিণ জেলা শাখা কমিটির পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলা শাখা, বাঁশখালী পৌর শাখা, আলাউল সরকারি কলেজ শাখা এবং সাতকানিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে পৃথক বিজ্ঞপ্তিতে। 

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়