ঢাকা     বুধবার   ০৬ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২২ ১৪৩১

যে কোনো মূল্যে ধর্মনিরপেক্ষতা-অসাম্প্রদায়িকতাকে বজায় রাখব: কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৭, ২৩ অক্টোবর ২০২৩   আপডেট: ২০:৩৮, ২৩ অক্টোবর ২০২৩
যে কোনো মূল্যে ধর্মনিরপেক্ষতা-অসাম্প্রদায়িকতাকে বজায় রাখব: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে। যে কোন মূল্যে আমরা দেশে ধর্মনিরপেক্ষতা-অসাম্প্রদায়িকতাকে লালন করব ও বজায় রাখব। অশুভ শক্তি অসুরকে আমরা নির্মূল করব।’

সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের সমান অধিকার। এটিকে আমরা বজায় রাখতে চাই। যারা সাম্প্রদায়িকতা-মৌলবাদে বিশ্বাস করে, যারা ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায় তাদেরকে আমরা ঘৃণা করি। সাম্প্রদায়িকতাকে যারা লালন করে তারা সমাজ ও মানুষের শত্রু। তাদেরকে নির্মূল করাই আমাদের লক্ষ্য। 

আরো পড়ুন:

এসময় অন্যদের মধ্যে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

কাওছার/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়