ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিরাজগঞ্জে আইনজীবীদের প্রতিবাদ সভা 

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৮, ২৯ অক্টোবর ২০২৩  
সিরাজগঞ্জে আইনজীবীদের প্রতিবাদ সভা 

ঢাকায় বিএনপি-জামায়াতে ইসলামীর সমাবেশ থেকে পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসভবন, রাজারবাগ পুলিশ লাইনসে ভাঙচুর, অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ। 

রোববার (২৯ অক্টোবর) দুপুর সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

এ সময় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত অপশক্তি সমাবেশের নামে রাজধানীতে অগ্নিসন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। তাদের বর্বরোচিত হামলা থেকে প্রধান বিচারপতির বাসভবন, হাসপাতাল, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি স্থাপনা, গণমাধ্যম কর্মী এবং সাধারণ মানুষ কেউ রেহাই পায়নি। তারা গণপরিবহন, অডিট ভবন, পুলিশ বক্স, অ্যাম্বুলেন্স ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেছে। এগুলো করেও তারা ক্ষান্ত না হয়ে এক পুলিশ সদস্যকে হত্যা করেছে।

বক্তারা বিএনপি-জামায়াতের অপশক্তি, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

প্রতিবাদ সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি কায়সার আহমেদ লিটন, সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ লিমন, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিমল কুমার দাস ও আইন বিষয়ক সম্পাদক আব্দুর রউফ পান্না বক্তব্য রাখেন। 
 

রাসেল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়