ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে চিকিৎসক হত্যার প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ৩১ অক্টোবর ২০২৩  
রাজশাহীতে চিকিৎসক হত্যার প্রতিবাদে মানববন্ধন

রাজশাহীর চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমেদের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটির রাজশাহী শাখার নেতাকর্মীরা।

কর্মসূচি চলাকালে বিমিএ রাজশাহী শাখার নেতারা কালো ব্যাচ ধারণ করেন। তারা হত্যাকারীদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন। চিকিৎসকরা বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তারা শঙ্কিত। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। 

আরো পড়ুন:

মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএমএ রাজশাহী শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. নওশাদ আলী। এসময় মেডিসিন বিশেষজ্ঞ খলিলুর রহমানসহ অন্যান্য চিকিৎসকেরা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত রোববার (২৯ অক্টোবর) রাতে পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে রোগী দেখে উপশহরের বাসায় ফেরার পথে বর্ণালীর মোড় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মারা যান চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী।

কেয়া/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়