ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার
নড়াইল সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
নড়াইলের লোহাগড়া উপজেলায় ডাব খাওয়ানোর কথা বলে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় অভিযুক্ত আশিকুর রহমান সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১২নভেম্বর) সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে লোহাগড়া থানায় ধর্ষণ মামলা করেন
মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার শিশুটিকে বাড়িতে রেখে গৃহপরিচারিকার কাজ করতে যান তার মা। দুপুরের দিকে অভিযুক্ত আলী আহমেদ মোল্যার ছেলে আশিকুর রহমান সাগর শিশুটিকে ডাব খাওয়ানোর কথা বলে বাড়ি থেকে কিছুটা দূরে একটি মাছের ঘেরে নিয়ে যায়। সেখানে আশিকুর রহমান সাগর শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যান। সন্ধ্যার পর মা বাড়িতে ফিরে দেখেন তার মেয়ে কান্না করছে। কান্নার কারণ জানতে চাইলে শিশুটি তার মায়ের কাছে ঘটনাটি জানায়। পরদিন শনিবার লোহাগড়া হাসপাতালে অসুস্থ শিশুকে নিয়ে গেলে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য শিশুকে নড়াইল সদর হাসপাতালে স্থানান্তর করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন জানান, ভুক্তভোগীর মা বাদী হয়ে লোহাগড়া থানায় ধর্ষণ মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আশিকুর রহমান সাগরকে গ্রেপ্তার করে। আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
শরিফুল/মাসুদ