ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নড়াইলে মাদক মামলায় ৩ নারীর যাবজ্জীবন

নড়াইল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ১২ নভেম্বর ২০২৩   আপডেট: ১৯:২০, ১২ নভেম্বর ২০২৩
নড়াইলে মাদক মামলায় ৩ নারীর যাবজ্জীবন

নড়াইলে মাদক মামলায় তিন নারীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার করেছেন আদালত। রোববার (১২ নভেম্বর) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. সাইফুল আলম রায় ঘোষণা করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ এতথ্য নিশ্চিত করেছেন। 

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- যশোর জেলার চৌগাছা উপজেলার শলুয়া গ্রামের মৃত জাহান বিশ্বাসের মেয়ে ফাতেমা বেগম (৩৮), শাহিদা বেগম (৪০) ও গোপালগঞ্জ জেলার নিজড়া সরদার পাড়া গ্রামের মৃত বেলায়েত সরদারের মেয়ে পেয়ারা বেগম (৪০)। এদের সবাই পালাতক।

আরো পড়ুন:

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১২ অক্টোবর বিকেলে লোহাগড়ার জয়পুর খেয়াঘাট পারাপারের সময় শাহিদার ওড়নায় মোড়ানো ৪০ বোতল, ফাতেমার কোমর থেকে ২৫ বোতল ও পেয়ারা বেগমের কাছে থাকা ২৫ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ। এঘটনায় এএসআই মনিরুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃত তিন নারীকে আসামি করে লোহাগড়া থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ৮ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক আজ রায় ঘোষণা করেন।


 

শরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়