ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যশোরে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে প্রভাষককে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৫, ১৮ নভেম্বর ২০২৩  
যশোরে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে প্রভাষককে মারধরের অভিযোগ

যশোরের চৌগাছায় বাসের ধাক্কায় পথচারী এক বৃদ্ধ আহত হন। তাকে উদ্ধারের পর বাস ও আহতের ছবি তোলায় এক কলেজ প্রভাষককে মারধর করে আহত করেছে বাস শ্রমিকরা বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় ওই শিক্ষকের পকেটে থাকা নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। 

শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চৌগাছা উপজেলা শহরের যশোর বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

আহত প্রভাষকের নাম আবদুল মাজিদ (৪৩)। তিনি চৌগাছা উপজেলার এবিসিডি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন।

ভুক্তভোগী আবদুল মাজিদ বলেন, শনিবার সকালে চৌগাছা শহরের বিশ্বজিৎ স্যানিটারিতে মালামাল কিনতে যান। এসময় পাশেই হাসিব ইলেকট্রনিক্সের সামনে লোকজনের জটলা দেখে এগিয়ে যান। সেখানে গিয়ে দেখেন (যশোর-ব ১১-০২০৫) নম্বরের বাসের ধাক্কায় একজন বৃদ্ধ পড়ে গেছেন। বাসের চাকা ওই বৃদ্ধের একটি পায়ের ওপর রয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় ওই বৃদ্ধকে ভ্যানে হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেন। এসময় তিনি ওই বৃদ্ধের দুটি ও বাসের একটি ছবি  তোলেন। কিছুক্ষণ পর সেখান থেকে চলে আসেন বিশ্ববিৎ স্যানিটারিতে।

সেখানে অবস্থানের সময় পরিবহন শ্রমিক সোহাগের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন লাঠি নিয়ে তার ওপর হামলা করে। সেসময় তাকে মারধর করা হয়। একপর্যায়ে তাকে ভ্যানে করে বাস মালিক সমিতির অফিসে নেওয়া হয়। সেখানে নিয়েও মারধর করা হয়। আলমগীর নামে এক ব্যক্তি এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এসময় তার পকেটে থাকা নগদ এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। পরে তাকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। 

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, আবদুল মাজিদের হাত ও পায়ের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার্ড করা হয়েছে। তাকে ভর্তি করা হয়েছে।

চৌগাছা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, ঘটনা শুনেছি। কাল আমাদের সভা আছে। সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, শিক্ষককে মারধরের বিষয়টি অবগত নই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

রিটন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়