ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সম্পাদক মোবারক হোসেন

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৫, ১৯ নভেম্বর ২০২৩   আপডেট: ১৮:৩৫, ১৯ নভেম্বর ২০২৩
নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সম্পাদক মোবারক হোসেন

সভাপতি নুরুল ইসলাম ও সম্পাদক মোবারক হোসেন

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৩-২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ নভেম্বর) ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এ নির্বাচন হয়। নির্বাচনে ৫২ জন সদস্যের মধ্যে সকলে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

প্রাপ্ত ভোটের ভিত্তিতে সভাপতি পদে দৈনিক সমকাল পত্রিকার নরসিংদী প্রতিনিধি মো. নুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে একাত্তর টেলিভিশন'র নরসিংদী জেলা প্রতিনিধি মো. মোবারক হোসেন নির্বাচিত হয়েছেন। 

আরো পড়ুন:

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন; সহ-সভাপতি যথাক্রমে দৈনিক ভোরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি বাদল কুমার সাহা, দৈনিক ভোরের আওয়াজের মো. মশিউর রহমান সেলিম, সহ-সাধারণ সম্পাদক নাগরিক টেলিভিশনের মো. আকরাম হোসেন, কোষাধ্যক্ষ দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মো. জাকির হোসেন ভূঁঞা, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক দৈনিক শেয়ার বিজ পত্রিকার প্রীতি রঞ্জন সাহা, দপ্তর সম্পাদক ডিবিসি টেলিভিশনের তোফায়েল আহমেদ স্বপন, কার্যনির্বাহী সদস্য হিসেবে দৈনিক গ্রামীণ দর্পনের কাজী আনোয়ার কামাল, মাছরাঙ্গা টেলিভিশনের মো. বদরুল আমীন চৌধুরী ও সাপ্তাহিক বর্তমান যোগাযোগ পত্রিকার মোহাম্মদ শফিকুল ইসলাম।

সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নরসিংদী প্রেস ক্লাব নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বিজয়ীদের নাম ঘোষণা করেন। আগামী দুই বছর নির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যরা দায়িত্ব পালন করবেন। 
 

হৃদয়/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়